লিটনের ছুটির সিদ্ধান্ত আজ

লিটনের ছুটির সিদ্ধান্ত আজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপের রেশ না কাটতেই আবার মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে মাঠের খেলা শুরুর আগেই বাংলাদেশ দলে চলছে খেলোয়াড়দের খেলা না খেলা নিয়ে শঙ্কা। সাকিব আল হাসান ছিটকে গিয়েছিলেন আগেই, নেই তামিম ইকবালও। এবার পারিবারিক কারণে এই টেস্ট সিরিজে খেলতে চান না লিটন দাস। এমনকি বোর্ডের কাছে চিঠিও দিয়েছেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

তবে লিটনকে ছুটি দেওয়া হয়েছে কিনা জানতে আজ শনিবার ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। জানালেন আজই নেওয়া হবে সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে জানানো হবে সবকিছু।

এছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার কথা থাকলেও এখনো প্রকাশ করেনি বিসিবি। জানা গেল দ্রুতই ঘোষণা হবে দল।

তবে দল ঘোষণার আগেই বাংলাদেশ দলে একাধিক তারকার অনুপস্থিতি নিশ্চিত। মূল দলের অন্তত ৪ জন খেলোয়াড়ের না থাকা নিশ্চিত হয়েছে। সাকিব আর তামিম আগেই ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। এসিএল ইনজুরির কারণে এবাদতের না থাকাও নিশ্চিত হয়েছে বহু আগেই। তাসকিন আহমেদ বিশ্বকাপের সময় থেকেই কাঁধের ইনজুরিতে আক্রান্ত। তার সার্ভিসও পাবে না বাংলাদেশ। 

এদিকে লিটন না থাকলে দেখা যেতে পারে নুরুল হোসেন সোহানকে। আর পেস বিভাগে খালেদ আহমেদের যোগ দেওয়া প্রায় নিশ্চিত।