লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন
লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।
প্রথম নিউজ, ঢাকা: হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়। লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।
বার্ষিক আয় দেড়লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটির উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: