লোকালয়ে হরিণকে কুকুরের তাড়া, উদ্ধার করল গ্রামবাসী

লোকালয়ে হরিণকে কুকুরের তাড়া, উদ্ধার করল গ্রামবাসী

প্রথম নিউজ, অনলাইন:   মৌলভীবাজারের কমলগঞ্জে বন থেকে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। পরে হরিণটিকে লাউয়াছড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫টায়  কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ঘটেছে।

জানা যায়, শনিবার সকালে পৌরসভার পানিশালা এলাকায় এক দল কুকুর চিত্রা হরিণকে তাড়া করার দৃশ্য দেখতে পান স্থানীয়রা।
তখন স্থানীয়রা হরিণটিকে আটকের চেষ্টা করে ব্যর্থ হন। সেই হরিণটি ৫ কিলোমিটার দুরে কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে আশ্রয় নেয়। কান্দিগাঁও গ্রামবাসী চিত্রা হরিণটিকে দেখতে পেয়ে বিকাল সাড়ে ৫টায় ধাওয়া দিয়ে ধরে স্থানীয় রাজা মিয়ার বাড়িতে আটকে রাখেন। পরে সন্ধ্যায় লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে বনবিভাগের লোকজন এসে সন্ধ্যা সাড়ে ৭টায় চিত্রা হরিণটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান।
ধারণা করা হচ্ছে, খাদ্যের সংকটে হরিণটি বন থেকে লোকালয়ে ছুটে এসেছে।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, স্থানীয় জনতা হাতে হরিণটি আটক হয় এবং পরে বনবিভাগের লোকজন সন্ধ্যায় গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছেন।