লাইনে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দ্রুতই ক্রেন সরিয়ে চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করেছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews