রাহুল গান্ধীর বিরুদ্ধে সবরকমের সাজার আদেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
শুক্রবার দুপুরে এক চাঞ্চল্যকর রায়ে রাহুল গান্ধীকে নির্দোষ আখ্যা না দিলেও তাঁর বিরুদ্ধে সবরকমের সাজার আদেশে স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শুক্রবার দুপুরে এক চাঞ্চল্যকর রায়ে রাহুল গান্ধীকে নির্দোষ আখ্যা না দিলেও তাঁর বিরুদ্ধে সবরকমের সাজার আদেশে স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এর ফলে রাহুলের সংসদ সদস্য পদ ফিরে পেতে কোনো সমস্যা হবে না। তবে, মোদি পদবী নিয়ে রাহুল যে মন্তব্য করেছিলেন তা উচিত হয়নি জানিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, দায়িত্বশীল কোনো নেতার মুখে এই কথা মানায় না।
বিচারপতি বি আর গাভাই, পি আর নরসিংহন এবং সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ বলেছে, নিম্ন আদালত কোন প্রেক্ষিতে রাহুলকে দুই বছরের সাজা শুনিয়েছিল, তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেয়নি। অথচ এই রায়ের জন্যে রাহুল গান্ধী তাঁর সংসদ সদস্য পদ হারালেন। পাবলিক লাইফ থেকে তাঁকে সরে যেতে হলো। লঘু পাপে গুরুদন্ড-শব্দবন্ধটি সুপ্রিম কোর্ট ব্যবহার করেনি। কিন্তু, তাদের রায়ের অভিমুখ সেই দিকেই। কংগ্রেস সুপ্রিম কোর্টের এই রায়কে বলেছে, সত্যমেব জয়তে। সত্যের জয় হলো এই রায়ে।