রেললাইনের পাথর দিয়ে মেরে বড় ভাইয়ের প্রাণ নিল ছোট ভাই
প্রথম নিউজ , কুমিল্লা : কুমিল্লায় রেললাইনের পাথর দিয়ে আঘাত করে বড় ভাই জাহিদ হোসেনকে (৩৮) হত্যা করার অভিযোগ উঠেছে তারই ছোটভাই মাসুমের বিরুদ্ধে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর শাকতলা রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ এবং অভিযুক্ত মাসুম নগরীর শাকতলা এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিবুল হাসান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তদন্ত বলেন, দুই ভাই মাদকের সঙ্গে সম্পৃক্ত। মাদকের একাধিক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। প্রায় সময়ই পারিবারিক কলহে দুই ভাইয়ের ঝগড়া হতো। সোমবার দুপুরে জমির ভাগ ভাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কলহ শুরু হলে দুজন একসময় মারামারি শুরু করে। পরে রেললাইনের পাথর দিয়ে জাহিদের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন মাসুম। ঘটনাস্থলে প্রাণ হারান জাহিদ। মাসুম ঘটনার পরপরই গা ঢাকা দেন।
ওসি তদন্ত আরও বলেন, খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত জাহিদের মাথায় ও শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।