রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে: অর্থমন্ত্রী

গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল

রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

প্রথম নিউজ, ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করছি, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে।

আজ বুধবার  ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না।’ তিনি বলেন, ‘রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে— বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল, এখন সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পরেও যদি কম আসে, তখন বুঝতে হবে অন্য কোনও কারণও থাকতে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom