রোববার দেশে ফিরছেন শফিক রেহমান

১৮ আগস্ট রবিবার দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

রোববার দেশে ফিরছেন শফিক রেহমান

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ প্রায় অর্ধযুগ পর দেশে ফিরছেন সনামধন্য প্রবীণ সাংবাদিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা শফিক রেহমান। ১৮ আগস্ট রবিবার দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনস্থ শফিক রেহমানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়, এ বিষয়ে নিশ্চিত হতে তাঁর   মোবাইলে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে আরও একাধিক সূত্র দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছে। 

শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়েছিল।

এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।