রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্রিজক্রেন স্থাপন

প্রকল্পের নির্মাণ, ইনস্টলেশন, চালু অবস্থায় পুনর্নির্মাণ মেরামত এবং আপগ্রেডসহ বিভিন্ন কাজে ক্রেনগুলো ব্যবহৃত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্রিজক্রেন স্থাপন

প্রথম নিউজ,ঈশ্বরদী : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) দ্বিতীয় ইউনিটে ব্রিজক্রেন স্থাপনের কাজ শেষ হয়েছে। ইউনিটটির টার্বাইন কম্পার্টমেন্টে স্থাপিত হয়েছে এই ব্রিজটি। প্রকল্পের নির্মাণ, ইনস্টলেশন, চালু অবস্থায় পুনর্নির্মাণ মেরামত এবং আপগ্রেডসহ বিভিন্ন কাজে ক্রেনগুলো ব্যবহৃত হবে।

আজ রোববার প্রকল্প সূত্র জানায়, ৫০ টন ও ১৮০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ক্রেন দুটি স্থাপন করেছে রসাটম প্রকৌশল বিভাগের বিশেষ শাখা ভিডিএমইউ। অন্য যন্ত্রপাতিসহ ক্রেন দুটির ওজন যথাক্রমে ১৩০ ও ২৮০ টন। নকশা অনুযায়ী সবচেয়ে ভারী যন্ত্রপাতি স্থাপনে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন লিবার ১১৩৫০ ক্রেন, যার উত্তোলনক্ষমতা ১ হাজার ৩৫০ টন। 

এএসই ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর এনপিপি পরিচালক আলেক্সি ডেইরি বলেন, ‘ব্রিজক্রেন স্থাপন প্রযুক্তিগতভাবে একটি জটিল প্রক্রিয়া, যাতে শতাধিক অপারেশন্স সম্পন্ন করতে হয়। এটি সফলভাবে স্থাপিত হলে আমরা পরবর্তী ধাপে টার্বাইন কম্পার্টমেন্টের যন্ত্রপাতি স্থাপন করতে সক্ষম হব।’

রূপপুর প্রকল্পে ৩ প্লাস প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হবে, সেসব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom