রাতে নিখোঁজ, সকালে বাড়ির সামনের ডোবায় মিলল যুবকের মরদেহ
তানজিমুল আলম তমাল ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে।
প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাড়ির সামনের ডোবা থেকে তানজিমুল আলম তমাল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তানজিমুল আলম তমাল ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি একজন শৌখিন ফটোগ্রাফার। তার বিবাহিত জীবনে এক মেয়ে সন্তান রয়েছে।
তানজিমুল আলমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাত ৮টার দিকে তানজিমুল বাসা থেকে বের হয়। বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। এরপর পরদিন আজ সকালে বাড়ির সামনের ডোবায় মরদেহ ভাসতে দেখে তাকে শনাক্ত করা হয়। আমার ছেলেকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।