রাতে আসছেন রোসাটম ডিজি, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
আগামীকাল সোমবার (৩১ জুলাই) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রথম নিউজ, ঢাকা: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ রোববার (৩০ জুলাই) রাতে ঢাকায় আসছেন। আগামীকাল সোমবার (৩১ জুলাই) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এক কূটনীতিক জানান, রোসাটমের ডিজি আজ রাতে ঢাকায় আসবেন। সোমবার (৩১ জুলাই) তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখতে যাওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়ার পক্ষ থেকে কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ চাওয়া হয়। মস্কো ৮ জুলাই থেকে আগস্টের মধ্যে বঙ্গবন্ধু কন্যার সাক্ষাৎ চায়। মস্কোকে ফিরতি কূটনৈতিক পত্রে ঢাকা ৩০ ও ৩১ জুলাই সময়ে শেখ হাসিনার সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
সূত্র আরও জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য রাশিয়া থেকে ৫০ টন নিউক্লিয়ার ফুয়েল আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে। রোসাটম নিউক্লিয়ার ফুয়েলের এ চালান সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে। রোসাটমের মহাপরিচালকের এ সফরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র চালুর আগে চলে আসা নিউক্লিয়ার ফুয়েলের সংরক্ষণ, কীভাবে এ ফুয়েল নিরাপত্তার সঙ্গে পাবনায় নেওয়া হবে সে বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা বা কর্মযজ্ঞ জানতে চাইবেন লিখাচেভ। এছাড়া তার সফরে রূপপুরের অগ্রগতি ও বর্তমান বৈশ্বিক চলমান সমস্যার মধ্যে কীভাবে বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি সাধন করা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ১২ এপ্রিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়, ইউক্রেন যুদ্ধে মদদ দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে সম্পর্ক রাখলে পড়তে পারে নিষেধাজ্ঞায়– এমন বার্তাও দিয়েছিল ওয়াশিংটন। সবশেষ চলতি মাসের জুলাইয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার তালিকায় নাম আসে রোসাটমের।
বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে রুশ সহায়তায়। এ প্রকল্প বাস্তবায়নে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন। ২০১৭ সালের নভেম্বরের শেষ প্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু হয়। সেসময় বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সশরীরে রূপপুরে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। সেখানে অনুষ্ঠানের ফাঁকে রূপপুরের প্রকল্প কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন লিখাচেভ। পরে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রোসাটমের মহাপরিচালক।