জেনারেল ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন দিতে রুল
প্রথম নিউজ, ঢাকা : জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৩০ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ন কবীর আকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত সোমবার নিবন্ধন পেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে রিট করেন দলটির মহাসচিব মজিবুর রহমান চৌধুরী।