রাজশাহীতে পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন

রাজশাহীতে পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল ১১টায় রাজশাহী শ্রীরামপুর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজের পর তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র গোলাম সারোয়ার সাইম (১৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে মেহেরচন্ডী এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। অপরজন হলেন, রিফাত খন্দকার  (১৭)। তিনি নগরীর দরগা পাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শিক্ষার্থীরা পদ্মার চরে খেলাধুলা করতে এসেছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা গোসলে নামেন। গোসল করা অবস্থায় দুজন ডুবে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে।


রাজপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এই অভিযানের স্থানীয়দেরও যোগ দিতে বলা হয়েছে।