রাজশাহীতে একজনকে কুপিয়ে হত্যা
নিহত শাহাবাজ আলী কারিগরপাড়ার আক্কাসের মোড় এলাকার বাসিন্দা।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর চারঘাটে শাহাবাজ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শাহাবাজ আলী কারিগরপাড়ার আক্কাসের মোড় এলাকার বাসিন্দা।
চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে তাতারপুর কারিগরপাড়া মোড়ে মাদক ব্যবসায়ী শাহাবুর গ্রুপের কয়েকজন বসে ছিলেন। হঠাৎ সেখানে অস্ত্র-শস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে হাজির হন মাদক ব্যবসায়ী কামালের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শাহাবুর ও তার লোকজন। ওই সময় সেখানে অবস্থান করছিলেন শাহাবাজ আলী। প্রতিপক্ষ ভেবে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই শাহাবাজ আলীর মৃত্যু হয়।
ওসি বলেন, মাসখানেক আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কামাল। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। কামাল দাবি করে আসছিলেন- শাহাবুর ও তার লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। এনিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। এরই জেরে এ হামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews