রাজশাহীতে ইন্টারনেট অফিসে জুয়া, গ্রেফতার ১০

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজপাড়া থানার বহরমপুর মোড়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রাজশাহীতে ইন্টারনেট অফিসে জুয়া, গ্রেফতার ১০

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজপাড়া থানার বহরমপুর মোড়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মামুনুর রশীদ (৪২), শিওন (২৮), মিনারুল ইসলাম, আমিনুল ইসলাম শান্ত (২৬), মনিরুল ইসলাম নয়ন (৩৬), রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার তুহিন (৩৬), মানিক (৪০), ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনির আশরাফুল ইসলাম (৩৮)।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল লাবীব ইন্টারনেটের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।