রাজপথ বিএনপির দখলে, সরকারের পতন হবেই:টুকু
আজ সোমবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে অঙ্গ সংগঠনের সঙ্গে পল্টন থানা বিএনপির এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, রাজপথ এখন বিএনপির দখলে। সারাদেশে নেতাকর্মীরা শত বাধা পেরিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করছেন। এখান থেকে আর কেউ ঘরে ফিরবে না। আওয়ামী লীগ যতই গর্জন ছাড়ুক কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত।
আজ সোমবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে অঙ্গ সংগঠনের সঙ্গে পল্টন থানা বিএনপির এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়ে সরকার অনেক ষড়যন্ত্র করছে। এই সমাবেশ যাতে সফল না হয় তার জন্য অনেক কূট কৌশলের আশ্রয় নিবে। অনেক বাধা দিবে। কিন্তু জনস্রোতকে ঠেকানো যাবে না। এখনো পারছে না, আগামীতেও পারবে না। ঢাকার মহাসমাবেশকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশে পরিণত করা হবে। তিল ধারণের ঠাই থাকবে না পুরো ঢাকায়। ওইদিন লোকে লোকারণ্য হবে ঢাকা শহর।
সরকার প্রতি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ‘ধরে ধরে ধরে না- ধরলে আবার ছাড়ে না।’ এবার বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তাই এবার আর রক্ষা নেই ক্ষমতাসীন সরকারের। বিগত ১৪ বছরের সকল পাপ, অন্যায়, গুম, খুন, হত্যা, নির্যাতনের বিচার করা হবে। কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না।
সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews