রাজধানীতে চার বাসে আগুন
রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এসব বাসে আগুন দেয়া হয়। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টার মধ্যে তিন বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় প্রথমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর এক ঘণ্টা পর রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
রাতে মিরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুন পুড়ে যাওয়া বাসগুলোর মধ্যে তিনটিই রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাস আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। আর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিসির দোতলা বাসের দোতলার এক পাশ আগুনে পুড়ে গেছে।