পলকের ইশতেহার বিষয়ক সভায় বিএনপির ২ শীর্ষ নেতা
রোববার রাতে ওই সভায় হাজির হন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগরসহ বিএনপিপন্থি আটজন আইনজীবী।
প্রথম নিউজ, নাটোর: দেশে সরকার পতন আন্দোলনের এক দফায় বিএনপি। দিচ্ছে একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচি। এমন সময়ে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্বাচনি ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ ও মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির সিংড়া উপজেলার আহ্বায়ক ও পৌর আহ্বায়কসহ আটজন বিএনপিপন্থি আইনজীবী।
ছবিগুলোতে দেখা যায় পলকের বাসভবনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা শেষে অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছেন বিএনপি নেতারা। পলক ও তার ব্যক্তিগত সহকারী মাওলানা রুহুল আমিন তাদের খাবার পরিবেশন ও দেখভাল করছেন। বিষয়টি নিয়ে বিএনপির সাধারণ নেতাকর্মীসহ জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। দলীয় নেতাদের এমন কাণ্ডে ক্ষুব্ধ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বিএনপি যখন লড়াই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে জেল-জুলুম সইছে, গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তখন এসব কতিপয় নেতাদের কাজের কারণে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনোবল নষ্ট হচ্ছে। নেতাদের প্রতিমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে দাওয়াত গ্রহণ করা দলের সঙ্গে বেইমানি করার সামিল বলে তারা মনে করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা ও সৌজন্যমূলক আলোচনার জন্য সিংড়ার সব আইনজীবীদের দাওয়াত দেওয়া হয় প্রতিমন্ত্রীর বাসভবনে। সেখানে সব মতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আলোচনা সভাটি আওয়ামী লীগের ইশতেহার বিষয়ে হচ্ছে তা আগে থেকে জানতে পারলে সেখানে যেতাম না। সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগরের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ছবিগুলো তাদের নজরে এসেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে দ্রুত দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে পলক ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।