রোগীদের সেবার সবকিছুই করেন নার্সরা : বিএসএমএমইউ ভিসি
প্রথম নিউজ, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশগুলোতে রোগীদের চিকিৎসা সেবার প্রায় সবকিছুই নার্সরা করেন। বিশ্বের বিভিন্ন হাসপাতালে আমি গিয়েছি, যেখানেই গিয়েছি সেখানেই নার্সদেরই বেশি চোখে পড়েছে। বলতে গেলে সেখানে রোগীদের সেবার ক্ষেত্রে সবকিছুই নার্সরা করে থাকেন। আমি চাই বাংলাদেশেও এ রকম হোক।
বুধবার (৮ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বিএসসি ইন নার্সিং ছাত্রছাত্রীদের ক্যাপিং সেরিমনি-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত সম্মানের। রোগীদের যেমন সম্মান আছে, তেমনি নার্সদের প্রতি রোগীদের প্রত্যাশাও আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সরা রোগীদের সেবায় অনন্য দৃষ্টান্ত রাখবে সেই প্রত্যাশা করি।
উপাচার্য আরও বলেন, বাংলাদেশে নার্সিং পেশাকে সমন্বিত করা হয়েছে। ছেলে মেয়ে সকলেই এই পেশায় উদ্বুদ্ধ হচ্ছে। কোনো কোনো নার্স উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রথম শ্রেণির মর্যাদায় উন্নীত হচ্ছে। বাংলাদেশে নার্সিং পেশায় অনেক দূর এগিয়েছে। এর সব অবদানই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।