যুবদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে পৌর সদরের নতুন বাজার মাছমহল সংলগ্ন বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ।
তিনি উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও জিনারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন বলেন, আমরা শুনেছি পুটনের মরদেহ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পেয়েছে এছাড়া আর কিছুই জানি না।
হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় সে নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।