যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ২, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন

আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ লোক ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ২, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন

প্রথম নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় সোমবার প্রচণ্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট হয় বাতিল না হয় বিলম্ব হয়েছে।

আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ লোক ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে। এর আগে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়ে বলেছিল, ঝড়টি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।

এদিকে ঝড়ের কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল। ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক হাজার সাত শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়েই চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা এবং মাত্রা বাড়িয়ে দিয়েছে।