যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

প্রথম নিউজ, ডেস্ক : কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

এছাড়া একটি নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রোমানিয়া ও ভারতের দুটি পরিবার রয়েছে।

পুলিশ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনে একটি জলাভূমিতে প্রথম মরদেহটি পাওয়া যায়। তার আশপাশেই বাকি লাশগুলো ছিল।  

নিহতদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ  করেনি পুলিশ । 


এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।

অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন সাংবাদিকদের বলেছেন, ধারণা করা হচ্ছে এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে, কিভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে। 

কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে গত কয়েকমাসে।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: