যে কারণে মুশফিক ও মাহমুদউল্লাহকে ট্রফি উৎসর্গ তামিমের
প্রথম নিউজ, ঢাকা: সাধারণত খেলা শেষে অধিনায়ক একাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। কিন্তু শুক্রবার সে চিরায়ত ধারা ভাঙলেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকান সঞ্চালক অ্যাকারম্যান যখন ফাইনাল শেষে ফরচুন বরিশাল অধিনায়ককে কথা বলতে ডাকেন, তামিম ডেকে সঙ্গে নেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
কেন তাদের নিয়ে একসঙ্গে সঞ্চালকের সাথে কথা বলতে যাওয়া? অফিসিয়াল প্রেস বক্সে কথা বলতে এসে বরিশাল অধিনায়ক তার ব্যাখ্যায় একটি তাৎপর্যপূর্ণ কথা জানালেন, বলে দিলেন-বিপিএল ট্রফিটি মুশফিক আর রিয়াদ ভাইকে উৎসর্গ করলাম।
তামিম বলেন, ‘অবশ্যই যে কোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিলো, কিছু তরুণ খেলোয়াড় মিরাজ বলেন বা সৌম্য বলেন। দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি), তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব।'
তামিমের আরও বিশদ ব্যাখ্যায় গিয়ে বলেন, ‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। তবে অন্যদের মতন এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল।'
নিজের আলাদা কোনো টার্গেট বা দেখিয়ে দেওয়ার বিষয়টি মাথায় ছিল কিনা? তামিম বলেন, 'ব্যক্তিগত কোনো আবেগ ছিলো না। হয়তো মাঠের মধ্যে চলে আসতে পারে। তবে দেখিয়ে দেওয়া বা এমন কিছু মাথায় নিয়ে খেললে এতদূর আসতে পারতাম না। ভালো করতে চেয়েছি। হয়তো সেরা শেপে ছিলাম না, কিন্তু অবদান রাখতে চেয়েছি।'