মেহেরপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

গত সোমবার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ ডটকম-এ একটি সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মেহেরপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
মেহেরপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। গত সোমবার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ ডটকম-এ একটি সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক মিজানুর রহমান এবং মুজিবনগর প্রতিনিধি ডালিম হোসেনকে আসামি করা হয়।  মামলার বাদী জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাগোয়ান গ্রামের আলতাব হোসেনের ছেলে কোমর উদ্দিন। মামলার বাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (বিলুপ্ত) ৫৭ ধারায় এ মামলাটি করেছেন। মামলার বিচারক পিআইবিকে তদন্তের দায়িত্ব দিয়ে আগামী ১৪ই মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। উল্লেখ্য, গত ১১ই মার্চ ‘জমি ক্রয়ের সময় শনাক্তকারী ২৭ বছর পর ওই জমি নিজের দাবি করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ’ শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ ডটকম-এ সংবাদ  প্রকাশিত হয়।

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en, https://play.google.com/store/apps/details?id=com.prothomnews, https://youtube.com/protho