মোহাম্মদপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫
আহতরা হলেন- সালমা আক্তার (২২) (যাত্রী), মারফিয়া আক্তার (১৮) (যাত্রী), মারুফা বেগম (৪২) (যাত্রী), রানী বেগম (৪০) (যাত্রী) ও মো. ইয়ার হোসেন (৪২) (অটোরিকশা চালক)।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সালমা আক্তার (২২) (যাত্রী), মারফিয়া আক্তার (১৮) (যাত্রী), মারুফা বেগম (৪২) (যাত্রী), রানী বেগম (৪০) (যাত্রী) ও মো. ইয়ার হোসেন (৪২) (অটোরিকশা চালক)।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার বলেন, সকালে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক আমাদের হেফাজতে থাকলেও পালিয়ে গেছে ট্রাকচালক।