২ শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলো দুলাভাই
রাজধানীর আদাবরের একটি বাসায় মিতু আক্তার (৯) ও বাপ্পী (৬) নামে দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের দুলাভাইয়ের বিরুদ্ধে।
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর আদাবরের একটি বাসায় মিতু আক্তার (৯) ও বাপ্পী (৬) নামে দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের দুলাভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে আদাবরের একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ মিতু ও বাপ্পীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ এবং বাপ্পীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, 'আমরা জানতে পেরেছি শিশু দুটির দুলাভাই তাদের শরীরে আগুন দিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।' হাসপাতালে দগ্ধ বাপ্পী হাসপাতালের পুলিশকে জানিয়েছে, তার দুলাভাই আলাউদ্দিন তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাপ্পী আরও জানিয়েছে, তাদের বাড়ি ভোলা জেলায়। বর্তমানে আদাবর শেখেরটেক এলাকায় মায়ের সঙ্গে থাকে। আজ সকালে আলাউদ্দিন তাদের দুজনকে তার সুনিবিড় হাউজিংয়ের বাসায় নিয়ে এসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া রাজিব হাওলাদার জানান, ওই বাসার নিচতলায় তার দোকান। বেলা ১১টার দিকে বাসা থেকে শিশুদের চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি বন্ধ। পরে দরজা খুলে দেখেন শিশু দুটির গায়ে আগুন জ্বলছে। আগুন নিভিয়ে তাদের দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব সরকার বলেন, এই বাচ্চাদের বড় বোন অভিযুক্ত আলাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী। জানতে পেরেছি এই স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews