মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননায় গভীর উদ্বেগ ওআইসির

বিভিন্ন দেশে ইসলামভীতির প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ওআইসি।

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননায় গভীর উদ্বেগ ওআইসির

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার পর সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বিভিন্ন দেশে ইসলামভীতির প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ওআইসি। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, সরকারগুলোর অনুমোদন সাপেক্ষে কুখ্যাত কিছু মানুষ কয়েক সপ্তাহ ধরে সুইডেন এবং ডেনমার্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করে যাচ্ছে। এর ফলে মুসলিম দেশগুলো থেকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল ১৮তম এক্সট্রাঅর্ডিনারি মিটিং আয়োজন করে। সেখানে অসহিষ্ণুতা, বৈষম্য এবং ইসলামভীতি বৃদ্ধির বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বিস্তৃত একটি রেজ্যুলুশন গৃহীত হয়। 

এতে আট দফা পরিকল্পনা গৃহীত হয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নীতির অধীনে। এতে ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সব রকম ঘৃণা ও সহিংসতা থেকে সব রকম ব্যক্তিকে সুরক্ষিত রাখতে নতুন আইন গ্রহণ করতে বা তার পূর্ণাঙ্গ প্রয়োগ করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই মিটিংয়ে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এতে ইসলামভীতি এবং পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননার ঘৃণ্য কাজের কড়া নিন্দা জানান তিনি। এসব কর্মকাণ্ড এবং এসব কাজ করতে দেয়ার ক্ষেত্রে অনুমোদন দেয়া এর কোনোটাই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যায় না বলে তিনি জোর দিয়ে বলেন। এ সময় তিনি ওআইসির সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।