চলে গিয়েও ফিরে আসেন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বিতর্কের আরেক নাম যেন সালমান খান। একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছুদিন আগে ‘বিগ বস ওটিটি’র এক পর্বে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় ভাইজানকে! এ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবে এসব নিয়ে মুখ খুলেছেন সালমান। ভাইজান বলেন, অনুরাগীরাই আমার সব থেকে বড় প্রাপ্তি। অনেক সময় মেজাজ হারাই। শো ছেড়ে চলে যাই। তবু ফিরে আসি তাদের জন্যই।