মস্কোর সামরিক ঘাঁটির কাছে দুটি ড্রোন ভূপাতিত

মস্কোর সামরিক ঘাঁটির কাছে দুটি ড্রোন ভূপাতিত

প্রথম নিউজ, ডেস্ক : মস্কো অঞ্চলে সামরিক ঘাঁটির কাছে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কো শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নারো-ফোমিনস্ক জেলায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্ণর জানিয়েছেন, এতে ক্ষয়-ক্ষতি হয়নি। 

স্থানীয় গভর্ণর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, দু’টি ড্রোন আজ ভোর ৫.৩০ মিনিট ও ৫.৫০ মিনিটে সামরিক ঘাঁটির স্টোরেজ ইউনিটের কাছে বিধ্বস্ত হয়েছে।

রুশ সেনাবাহিনীর দখলকৃত এলাকা পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর প্রেক্ষাপটে এ ড্রোন হামলা চালানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিশেষকরে ড্রোন হামলা বেড়ে গেছে।

এদিকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সেনাকে পরাস্ত করা হয়েছে এবং তাদের সেনাঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। 

তিনি জানান, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়া যেসব অঞ্চল দখল করে রেখেছিল, তার বেশ কিছু জায়গা পুনর্দখল করা সম্ভব হয়েছে। ইউক্রেনের সেনার পরাক্রমের সামনে পরাস্ত হচ্ছেন রাশিয়ার সেনা।

 অন্যদিকে রাশিয়ার অভিযোগ, পুনর্দখল অভিযান চালাতে গিয়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আক্রমণ চালাচ্ছে।