মেসি-দিবালার পর ছিটকে গেলেন লাউতারো মার্টিনেজও!

মেসি-দিবালার পর ছিটকে গেলেন লাউতারো মার্টিনেজও!

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে এবার নতুন ধাক্কা আসলো আর্জেন্টিনা শিবিরে। পেশির চোটে পড়ে ছিটকে গেছেন আক্রমণভাগের আরেকজন, লাউতারো মার্টিনেজ। চোটের কারণে স্কোয়াড থেকে আগেই ছিটকে যান লিওনেল মেসি এবং পাউলো দিবালা।  উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আলবিসেলেস্তেদের খেলতে হবে আক্রমণভাগের এই তিনজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্টিনেজ। আর্জেন্টিনা ফুটবল দলের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বুধবার রাতে লেখা হয়, ‘বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মার্চের দু’টি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাউতারো মার্টিনেজ।’ গত সপ্তাহে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ফিরতি লেগে এ কারণে বেঞ্চেই কাটিয়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড। তবে সিরি এ -তে পরবর্তী ম্যাচে আতালান্তার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে শেষ গোলটি করেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। টিওয়াইসি স্পোর্টসের বুধবারের প্রতিবেদনে জানানো হয়, আগের দিন দলের সঙ্গে কিছু সময় অনুশীলন করার পর একাই ঘাম ঝাড়ান মার্টিনেজ। তবে এরপরই সরে দাঁড়াতে হলো তাকে। চোট যেন মহামারি আঁকার ধারণ করেছে আর্জেন্টাইন দলে। এর আগে আমেরিকান মেজর লীগ সকারে (এমএলএস) বাঁ ঊরুতে ব্যাথা পেয়ে ছিটকে যান দলের মহাতারকা  মেসি। বাঁ পায়েই মাংশপেশিতে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য দলের বাইরে চলে গেছেন এএস রোমার ফরোয়ার্ড দিবালাও। একই কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দু’টিতে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল ও লো সোলসো। এখন প্রশ্ন হচ্ছে আক্রমণভাগে কাদের ওপর ভরসা রাখবেন কোচ লিওনেল স্কালোনি? বিকল্প হিসেবে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ। মার্টিনেজের জায়গায় খেলতে পারেন আলভারেজের সতীর্থ জুলিয়ানো সিমিওনে। রয়েছেন নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও।

বাংলাদেশি সময় আগামীকাল ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তিন দিন পর ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের বিপক্ষে। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ব্রাজিল। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট কাটবে। সপ্তম দলকে ডিঙিয়ে আসতে হবে প্লে অফ পর্ব।