মুশফিকের কাছে তাসকিনের হার
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: জিম আফ্রো টি-টেন লিগে মুশফিকুর রহিমের জোহানেসবার্গ বাফেলোর কাছে ১৪ রানে হেরেছে তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস। মঙ্গলবার রাতের ম্যাচটিতে মুশফিক ১১ বলে ১ বাউন্ডারিতে করেন অপরাজিত ১৩ রান। তাসকিন ২ ওভারে মাত্র ৭ রান দিলেও উইকেট পাননি।
টস জিতে জোহানেসবার্গকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বুলাওয়ে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে জোহানেসবার্গ। মোহাম্মদ হাফিজ ১১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩১ রান। ইউসুফ পাঠানের ব্যাট থেকে আসে ২১ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৬। মুশফিক ১১ বলে ১৩ তুলে অপরাজিত থাকেন।
বুলাওয়ের প্যাট্রিক দোলে ১৪ রানে শিকার করেন ২ উইকেট। তাসকিন ২ ওভারে ৭ রানে ছিলেন উইকেটশূন্য। জবাবে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বুলাওয়ে। পরে সিকান্দার রাজা ১৩ বলে ২৬ আর থিসারা পেরেরা ১৫ বলে ২৪ রানের ইনিংস খেললেও ৮ উইকেটে ৮৩ রানের বেশি তুলতে পারেনি বুলাওয়ে।