মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি, বাংলাদেশি ৪৫৭ পাসপোর্টসহ গ্রেফতার ৬

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা ঐ সিন্ডিকেট চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। তারা দুজনেই মালয়েশিয়ান নারীকে বিয়ে করে এ প্রতারণা করে আসছে বলে জানা গেছে।

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি, বাংলাদেশি ৪৫৭ পাসপোর্টসহ গ্রেফতার ৬
মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি, বাংলাদেশি ৪৫৭ পাসপোর্টসহ গ্রেফতার ৬

প্রথম নিউজ, ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রোগ্রাম  ‘রিক্যালিব্রেশন’ এর নামে প্রতারণা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মোট ৪৮৮ টি পাসপোর্ট সহ ৬ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ । গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা ঐ সিন্ডিকেট চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। তারা দুজনেই মালয়েশিয়ান নারীকে বিয়ে করে এ প্রতারণা করে আসছে বলে জানা গেছে। তাদের স্ত্রীকেও আটক করা হয়েছে। তবে অভিবাসন বিভাগ তাদের পরিচয় প্রকাশ করেনি। তাদের সবাইকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারায় তদন্ত করার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন সেন্টারে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ  শুক্রবার (১০ জুন) দূপুরে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত বুধবার কুয়ালালামপুরের জালান লুমুত এবং সেলাঙ্গরের আমপাংয়ের পান্ডান কাহায়ায় অভিযান চালিয়ে প্রথমে চারজন ও পরে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়। গত কয়েক মাস ধরে প্রতারকদের ধরতে গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে আসছিল। এসময় অভিযানে বাংলাদেশি ৪৫৭ টি পাসপোর্ট সহ , ইন্দোনেশিয়ান ৮টি, ভারতের ৮ টি, পাকিস্তানের ৮টি, মিয়ানমারের ৬টি  ও নেপালের ১ টি সহ বিভিন্ন দেশের মোট ৪৮৮টি পাসপোর্ট জব্দ করেছে ইমিগ্রেশন পুলিশ। 

এছাড়াও বিপুল পরিমাণ মালয়েশিয়ান নগদ রিংগিত , ২ টি কম্পিউটার ও ১২টি স্ট্যাম্প সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব সামগ্রী রিক্যালিব্রেশন( বৈধকরণ) প্রোগ্রামে জালিয়াতি ও প্রতারনার কাজে ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিস্তারিত আরো জানানো হয়, অভিবাসন বিভাগের ডাটাবেস পরীক্ষা করার পর যদি এই ৪৮৮ জন পাসপোর্টধারীর মধ্যে কেউ ইতিমধ্যে তাদের পিএলকেএস পেয়ে থাকলে তাহলে তা বাতিল করা হবে। অভিবাসন বিভাগের মহাপরিচালক আরো বলেন,  আমরা জনগণকে বিশেষ করে নিয়োগকর্তা এবং বিদেশি কর্মীদের পরামর্শ দিতে চাই যে বৈধতা গ্রহণের জন্য যেন অভিবাসন বিভাগের সঙ্গে সরাসরি যোগযোগ করে। লোভে পড়ে  কোনও  দালাল বা এজেন্ট অথবা তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ করবেন না। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom