মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালাচ্ছেন গোটাবাইয়া রাজাপাকসে
মালদ্বীপের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর

প্রথম নিউজ, ডেস্ক : প্রাণ বাঁচাতে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এতে তাকে সহায়তা করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে মালদ্বীপেও জনগণ বিক্ষোভ করছে। তারা গোটাবাইয়াকে শ্রীলঙ্কায় ফেরত দেয়ার দাবিতে আন্দোলন করছে। এমন পরিস্থিতিতে তিনি সেখান থেকে পালিয়ে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন। মালদ্বীপের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, আজ খুব সকালে তিনি মালদ্বীপে পৌঁছেছেন। দিনের আরও পরে তার সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews