ময়লার স্তূপের মধ্যে নারীর লাশ
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুর শহরের মাতা সাগর মোড়ে অবস্থিত পৌরসভার ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে। এর আগে দুপুরে সেখানে হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রবিন বলেন, সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে করে ময়লা এখানে আনা হয়। দুপুরের দিকে ময়লার স্তূপের একজনর হাত দেখা যায়। পরে ময়লা সরানো হলে লাশ দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে জানাই। কোনও গাড়িতে করে এই লাশ ময়লার সঙ্গে চলে এসেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত নারীর (৫০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।