মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা
দুদক থেকে বেরিয়ে বললেন ড. ইউনূসের আইনজীবী
প্রথম নিউজ, ঢাকা: শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা বলে দাবি করেছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন।
আজ (বৃহস্পতিবার) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১০টা ৫৮ মিনিট পর্যন্ত তাকে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসেরর পক্ষে এমন দাবি করেন। এ সময় ড. ইউনূসকে কাছে প্রশ্ন করা হলেও তিনি বক্তব্য দেননি।