মানুষের মনে কোন ঈদের আনন্দ নেই: রিজভী

মানুষের মনে কোন ঈদের আনন্দ নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন বর্তমান নিশিরাতের সরকারের ভয়াবহ দু:শাসনের ফলে এ পবিত্র ঈদের দিনেও মানুষের মনে কোন আনন্দ নেই।  এই অবৈধ সরকারের যাতাকলে পিষ্ট হয়ে আছে। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা । ঈদের দিনেও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে মানুষ । বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন অবৈধ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং সরকারের লুটপাট, বিদ্যুৎখাতসহ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রতিবাদে জিয়াউর রহমান আর্কাইভের উদ্যোগে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি করা হয়। মিছিলটি'তে নেতৃত্ব দেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান আর্কাইভ এর প্রধান উপদেষ্টা সম্পাদক এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান আর্কাইভ এর সম্পাদক প্রভাষক সঞ্জয় দে রিপন এবং সঞ্চালনা করেন জিয়াউর রহমান আর্কাইভ এর সহ-সম্পাদক মোঃ শিপন খান। মিছিলে আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান আর্কাইভ এর সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়,অধ্যাপক  ড. সাইফুল ইসলাম,  ওমর ফারুক কাওসার, আমান উল্লাহ আমান, সমন্বয়কারী মুফতিজুল কবীর কিরণ,ইমাম হোসেন, মিজানুর রহমান তপন, ননী গোপাল, সম্রাট আহমেদসহ কয়েশ নেতা-কর্মী।