মানুষ জানতে চায় লবিস্ট নিয়োগে কত টাকা পাচার করেছে: চুন্নু
প্রথম নিউজ, ঢাকা: দেশের মানুষ জানতে চায় বিদেশে কারা লবিস্ট নিয়োগ করেছে এমন প্রশ্ন রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, যদি সরকারিভাবে লবিস্ট নিয়োগ করে থাকে, তাহলে সরকারকেই বলতে হবে কেন এবং কীভাবে টাকা দেওয়া হলো। আবার আওমামী লীগ যদি দলীয়ভাবে লবিস্ট নিযোগ করে, তাহলেও বলতে হবে এই টাকার উৎস কী এবং এই টাকা বৈধ নাকি অবৈধ। কোথায় পেয়েছে তারা এত টাকা। দেশের মানুষ জানতে চায় বিদেশে লবিস্ট নিয়োগে কারা এবং কত টাকা পাচার করেছে।
আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসন আর কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীর অতিউৎসাহে দেশের মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। আবার বিএনপির বক্তৃতায় দেশ ও দেশের মানুষের জন্য কী করবে তা স্পষ্ট নেই।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও জাতীয় পার্টির ক্রীড়াবিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন— প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: