মনোনয়নের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রথম নিউজ, সাভার : সাভারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের আনন্দ মিছিলে গিয়ে ট্রাকের ধাক্কায় সাকিব (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আওয়ামী মনোনীত প্রার্থী ডা. এনামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত সাকিব সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কিরন মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।
পুলিশ জানায়, বিকেলে ঢাকা-১৯ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী এনামুর রহমানের নাম ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আনন্দ মিছিল নিয়ে সাভারের দিকে আসছিল সমর্থকরা। তারা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ডা. এনামের বাড়ির সামনে পৌঁছালে একটি আরিচাগামী ট্রাক সাকিবের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় সাকিব মোটরসাইকেল থেকে পরে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিব। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) নয়ন কারকুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।