মানিকগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ
সোমবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত এক পর্যায়ে বলেন, মনে রাখবেন কেউ আইনের ঊর্ধ্বে নয়।
প্রথম নিউজ, অনলাইন: মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হত্যা মামলাটি পিবিআই এর হেডকোয়ার্টারকে পুলিশ সুপারের নিচে নয় এমন কর্মকর্তা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত এক পর্যায়ে বলেন, মনে রাখবেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তা আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। পিবিআই এর হেড কোয়ার্টারকে হত্যা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৪ মার্চ মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল (২২) হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার থেকে ৪২ ঘণ্টার মধ্যে তদন্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মাসুদ রানাকে কেস ডকেটসহ ৩রা এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছিল।