মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় র্যাবের সঙ্গে ডাকাতদের পাল্টাপাল্টি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলে কাওসার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসী ডাকাতরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর ডাকাতদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র্যাব সদর দফতরের ফরেনসিক টিম কাজ করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews