মধ্যরাতের আগুনে পুড়লো ১০ ব্যবসায়ীর কপাল
হঠাৎ রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রথম নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পৌরশহরের মাছের বাজার সংলগ্ন কর্মপথটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাজারের চালের দোকান, মনোহারি, জুতা, ওষুধের দোকান, কামারি পণ্যসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন-বজলু মিয়া, শাহারুল ইসলাম, লিটন কবিরাজ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, গোলাম হোসেন, সুজন চন্দ্র বর্মন, মিতু কর্মকার, দিলীপ কর্মকার, অরুণ কর্মকার।
পুড়ে যাওয়া দোকানের মালিক শাহারুল ইসলাম বলেন, দোকানে বিভিন্ন প্রকার চাল ছাড়াও মনোহারী সামগ্রী ছিল। আগুনে দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বজলু মিয়ার বলেন, দোকান থেকে কিছুই বের করতে পারিনি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আরিফ আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে। এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। অগ্নিকাণ্ডে ১০-১২ টা দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হলো।