মাদকের মামলায় কেজরিওয়াল জামিন পেলেন
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মাদক নীতি বিষয়ক মামলায় বড় রকমের স্বস্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তাকে এ মামলায় জামিন দিয়েছে। অভিযোগ ছিল, এর মধ্য দিয়ে অর্থপাচার করা হয়েছে। এ মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে বের হতে পারছেন না। কারণ, আলাদা একটি মামলায় তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, বিচারপতি সঞ্জীব খান্না এবং দিপঙ্কর দত্তের বেঞ্চ তার মাদক বিষয়ক মামলায় জামিন দিয়েছেন। অর্থ পাচার মামলায় তাকে ২১শে মার্চ গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।