মাদক সেবনরত অবস্থায় আটক তিন যুবককে ৩ দিনের কারাদণ্ড

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার আব্বাছ আলীর ছেলে বাবুল মিয়া (৩৮), আলাল মিয়ার ছেলে মো. আশরাফুল (৩২) ও জোবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

মাদক সেবনরত অবস্থায় আটক তিন যুবককে ৩ দিনের কারাদণ্ড

প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার আব্বাছ আলীর ছেলে বাবুল মিয়া (৩৮), আলাল মিয়ার ছেলে মো. আশরাফুল (৩২) ও জোবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে কয়েকজন মাদক সেবন করছেন। পরে সেখানে অভিযান চালায় আদিতমারী থানাপুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা তাদের অপরাধ স্বীকার করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।