মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন।

মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মতিঝিলে ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৫০০ বিক্ষুব্ধ গার্মেন্টসকর্মী। এতে ওই এলাকায় তীব্র যানজটের জুড়ে সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন।

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে ৪০০-৫০০ গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।

দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধের কথা জানিয়ে এসি এস এম বজলুর রশীদ বলেন, মতিঝিলের আল হেলাল থেকে কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে তীব্র যানজটের কারণে অফিসগামী মানুষের পড়তে হয়েছে ভোগান্তিতে। সড়ক বন্ধ থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মতিঝিলের যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom