মাঠে নামছেন রাজ-পরী, হাতে থাকছে হকি

মাঠে নামছেন রাজ-পরী, হাতে থাকছে হকি
রাজ-পরীমণি : সংগৃহীত

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ঢাকাই শোবিজের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। গত ১০ আগস্ট তারা মা-বাবা হয়েছেন। পরীমণি ব্যক্তিগত জীবন ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। রাজও “পরাণ”, “দামাল” দিয়ে দর্শককে মাতিয়ে রাখছেন। “গুণিন” এই দম্পতির দাম্পত্য জীবনের শুরু থেকেই ভিন্ন ধরনের আয়োজনে নিজেদের প্রতিটি মুহূর্ত রঙিন করে রেখেছেন। এবার হকির মাঠে দেখা যাবে এ তারকা জুটিকে। দর্শকরাও তাদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যেখানে খেলতে দেখা যাবে রাজ-পরীকে। রাজ নিজের ফেসবুকে এই আয়োজনের পোস্টার পোস্ট করে খবরটি জানিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খেলার কথা জানিয়ে রাজ লিখেছেন, “প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!”

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom