মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় নিহত ২
শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া এলাকার বিশ্বরোডে ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া এলাকার বিশ্বরোডে ঘটনাটি ঘটে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রতন আলীর ছেলে রাকিব (১৭) এবং নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ তার নানার বাড়িতে বেড়াতে এসে রাকিবের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে তারা উপজেলার থাঐপাড়া এলাকায় বিশ্বরোড দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা সে মার যায়।
এ ঘটনা সম্পর্কে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদের উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews