মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধান খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধান খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগস্ট বিকেলে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম।
শুক্রবার ভোর রাতে এসআই শাহরিয়ার টহল ডিউটিকালীন ফোকাস লাইট দিয়ে আশপাশে দেখার সময় এক পর্যায়ে ধানখেতে ধান গাছ হেলে পড়া ও ভাঙা দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত লাশ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্য আলামত দেখে লাশটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করাসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews