মা হারালেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি সামাজিকযোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলাম।
রোববার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে জাহিদুল ইসলাম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন’।
তিনি আরও লিখেন, ‘মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন।’
জানা গেছে, ধানমন্ডি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বিকেল সাড়ে ৪টায় নাটোর বড়ইগ্রাম শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হওয়ার কথা রয়েছে।