ভাসানীর রাজনী‌তি ক‌রে‌ছেন ক্ষমতার জন‌্য না, জনগ‌ণের জন‌্য : দুদু

তিনি বলেন, ‘ফারাক্কা মিছিলে জিয়াউর রহমান সহায়তা করেছিলেন।

ভাসানীর রাজনী‌তি ক‌রে‌ছেন ক্ষমতার জন‌্য না, জনগ‌ণের জন‌্য : দুদু

প্রথম নিউজ, ঢাকা: বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন। যার ভিতরে কখনো ক্ষমতার লোভ ছিল না। তিনি রাজনীতি করেছেন দেশের মানুষের জন্য। গরিব মেহনতী খেটে খাওয়া মানুষের জন্য।

আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে মাওলানা ভাসানী ফাউন্ডেশ‌নের উদ্যো‌গে ‘১৬ মে ঐতিহা‌সিক ফারাক্কা দিবস’ উপল‌ক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘মাওলানা ভাসানী ও জিয়াউর রহমান দুই দিকের মানুষ। একজন রাজনীতিবিদ, আর একজন সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক। কিন্তু তাদের চিন্তা-ভাবনা সিদ্ধান্ত সাংঘাতিকভাবে এক জায়গায় এসে মিলেছে। মাওলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। তিনি তিনটি কালের নেতা ছিলেন। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে। এমন একটা জায়গা নাই যেখানে তিনি স্পর্শ করেন নাই।’

তিনি বলেন, মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন। যার ভিতরে কখনো ক্ষমতার লোভ ছিল না। তিনি রাজনীতি করেছেন দেশের মানুষের জন্য। গরিব মেহনতী খেটে খাওয়া মানুষের জন্য।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘ফারাক্কা মিছিলে জিয়াউর রহমান সহায়তা করেছিলেন। স্বাধীনতার ঘোষণার পরে এত বড় ভাল কাজ করেছিলেন ফারাক্কা মিছিলে সহায়তা করে। এইজন্যে মাওলানা ভাসানী তার মধ্যে, তার মধ্যে যে দেশপ্রেম ছিল। সেগুলো তিনি জিয়াউর রহমানের মধ্যে দেখতে পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাওলানা ভাসানী সমর্থন করেছেন এবং দোয়া করেছেন।’

আ‌য়োজক সংগঠ‌নের সদস‌্য স‌চিব মাহমুদুল হক সানু-এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন- বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্স‌নে উপ‌দেষ্ঠা নাজরুল হক নান্নু, বিএন‌পির চেয়ারপার্স‌নের ব‌্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ন মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, কৃষকদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সা‌বেক সদস‌্য ও ব্রেকিংনি‌উজের সম্পাদক মাইনুল ইসলাম, মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক লায়ন মিয়া মো: আনোয়ার, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।