ভারতের মুসলিম নেতাদের সঙ্গে অমিত শাহর বৈঠক
উপস্থিত ছিলেন উলেমা-ই-হিন্দ’র নেতা মৌলনা মামুদ মাদানি, সচিব নিয়াত ফারুকি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিনিধি কামাল ফারুকি ও আখতারুল ওয়াসে।
প্রথম নিউজ, ডেস্ক: প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করে ভোটব্যাংককে সুরক্ষিত রাখছেন- বিজেপি এই অভিযোগ প্রায়ই করে থাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোড নামাজে অংশগ্রহণ নিয়েও তাদের কটাক্ষ জারি থাকে। এবার সেই বিজেপি মুসলিম তোষণে নামলো। পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতে মুসলমানদের সমর্থন না পেলে যে বিজেপি সার্বিক প্রাধান্য বিস্তার করতে পারবে না, এটা বুঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অঘোষিত ‘নাম্বার-টু’ অমিত শাহ মুসলিম নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। উপস্থিত ছিলেন উলেমা-ই-হিন্দ’র নেতা মৌলনা মামুদ মাদানি, সচিব নিয়াত ফারুকি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিনিধি কামাল ফারুকি ও আখতারুল ওয়াসে।
রামনবমীর মিছিলে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন ও মুসলমান সমাজের আরও ১৪টি বিষয় তারা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। অমিত শাহ সরকারের কোনো কোনো ক্ষেত্রে অক্ষমতার কথা স্বীকার করে বলেন, ভারতের মুসলমানদের জন্য অনেক কাজ করার বাকি আছে। মোদি সরকার যে প্রকৃত ধর্ম নিরপেক্ষতার আদৰ্শ নিয়ে চলছে তা জানিয়ে অমিত শাহ বলেন, ভারতে সব ধর্মের মানুষের সমানাধিকার। সুতরাং এখানে কোনো বঞ্চনার জায়গা নেই। মুসলিম নেতারা অমিত শাহর সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, এই প্রথম সরকার আমাদের দাবি-দাওয়া নিয়ে ধৈর্য ধরে কথা শুনলো।